Follow us on:
সাভারে আহতদের রক্ত দিতে যোগাযোগ করুন: ৭৭৪৩৭৭৮-৮২, ০১৭১৮৮৪৬১০৭, ০১৬৮১২১২৭৭৭ ***উত্তাল রাজধানী ***সাভারে নিহতের সংখ্যা বেড়ে ২২০***ভবন মালিক রানার ফাঁসির দাবি*** ভবন ও গার্মেন্ট মালিকদের হাইকোর্টে ডাকা হয়েছে ***

                                                      win 7 activator crack free download

পেন ড্রাইভ, মেমরীকার্ড ফরমেট না নিলে ফরমেট করার উপায়।

১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ
এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।
এক্ষেত্রে, যা করতে হবেঃ
* প্রথমে Start থেকে Run এ গিয়ে “cmd” লেখাটি টাইপ করে এন্টার দিন।
* যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন ” Format K: “। লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে “Format K:” লেখা হয়েছে।
* এন্টার দিন।
* একটি উইন্ডো আসবে। এখানে “Y/N” চাইলে “Y” টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে।
২) এনটিএফএস ফরম্যাটঃ
পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা হলে ডিস্কটিকে NTFS এ ফরম্যাট করা যায়।
এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properties> Hardware এ গিয়ে পেন ড্রাইভ/ মেমরি কার্ডটি নির্বাচন করতে হবে।
এরপর Properties> Policies থেকে Optimize for performance নির্বাচন করে ok ক্লিক করতে হবে।
৩) উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট বা ডস ফরম্যাট ব্যবহার করেঃ
এক্ষেত্রে Start থেকে Control Panel এ গিয়ে Administrative Tools এ দুই বার ক্লিক করতে হবে। তারপর Computer Management এ দুই বার ক্লিক করতে হবে। এখন বাঁ পাশ থেকে Disk Management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ/ মেমরি কার্ডসহ সব কটি ড্রাইভের লিস্ট দেখাবে। সেখান থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।
৪) সফটওয়্যার ব্যবহার করেঃ
উপরের কোন পদ্ধতিতে ইউএসবি ডিস্ক ফরম্যাট না হলে HP USB Disk Storage Format Tool সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এই টুল দিয়ে ইউএসবি ডিস্ককে ডস স্টার্টআপ ডিস্কও বানানো যাবে। সফটওয়্যারটির ব্যবহার খুবই সহজ। মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যারটি নিচের কোন লিঙ্ক থেকে ডাউনলোড করে নিজেই ব্যবহার করে দেখুন।
ডাউনলোড       
http://www.mediafire.com/?x2yt2fgyzo2   http://www.mediafire.com/?pe92wwlo9mppzzw#1

ওয়ার্ড/এক্সেলের হারানো পাসওয়ার্ড উদ্ধার

সাধারনত নিরাপত্তার জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ওয়ার্ড, এক্সেল ইত্যাদি গুরুত্বপূর্ন ফাইল পাসওয়ার্ড দিয়ে রাখা হয়। অনেক সময় আমরা এই পাসওয়ার্ড ভূলে যায় তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এই সমস্যা দূর করতে নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন
www.elcomsoft.com/aopr.html

Mix Album











My Voice Clips
My Friends & My Baby



My Choti Mother


MR Shain